নকলের সুযোগ দেওয়া প্রতিষ্ঠান থাকবে না: শিক্ষা সচিব

পরীক্ষায় নকলপরীক্ষায় নকলের সুযোগ দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নকলের কথা ভুলে যান।’ বছরের প্রথম দিন মঙ্গলবার (১ জানুয়ারি) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল মাঠে ‘পাঠ্যবই উৎসব’ দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাঠ্যবই উৎসব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে আট জন শিক্ষার্থীর হাতে এক সেট করে বই তুলে দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মো. সোহরাব হোসাইন বলেন, ‘আমরা চাই না আমাদের কোনও শিক্ষার্থী নকল করে পাস করুক। আমরা অনেক সমালোচিত হয়েছি। এখন যদিও নকল হচ্ছে না। কিন্তু তার পরেও যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো, তাদের থাকার কোনও সুযোগ নেই। আপনারা নকলের কথা ভুলে যান। নতুন বছরে যে বই দেওয়া হলো সেই বই নিয়ে লেখাপড়া শুরু করুন।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শিক্ষার্থীদের প্রধান চালিকা শক্তি। আপনারা চাইলেই পারেন দেশটাকে গড়ে তুলতে। আপনারা দেশটা গড়ে তুলুন।’

এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা। এছাড়া অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।