পুনর্নির্বাচনের দাবিতে ইসিতে ঐক্যফ্রন্টের সাত নেতা

ইসিতে ঐক্যফ্রন্টের নেতারাস্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় সাত নেতা। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ পুনর্নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা সোয়া তিনটার দিকে প্রতিনিধি দলের সদস্যরা ইসিতে গেছেন। তারা হচ্ছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মইন খান ও নজরুল ইসলাম খান। ঐক্যফ্রন্টের নেতারা সিইসির সঙ্গে কথা বলছেন।