প্রবাসীদের ভোটার করার কাজ শুরু এপ্রিলে: ইসি সচিব

ইসি সচিব হেলালুদ্দীন আহমদনির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আগামী এপ্রিল থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কাজ শুরু হবে। প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশিরা থাকেন তাদের ভোটার করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

হেলালুদ্দীন আহমদ জানান, ‘আগামী এপ্রিল মাস থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে। এক্ষেত্রে প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশিরা থাকেন তাদের ভোটার করা হবে। ৫-৭ দিনের মধ্যে তাদের ভোটার করতে একটি টিম সিঙ্গাপুরে যাবে। এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।’ এর আগে ইসি সচিবের সভাপতিত্বে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার বিষয়ে আলোচনা হয়।