ডিএনসিসি’র উপনির্বাচন নিয়ে শিগগিরই বসছে ইসি

ডিএনসিসি উপ-নির্বাচন

ঝুলে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির নবগঠিত ৩৬টি ওয়ার্ডের নির্বাচনের তফসিলের জন্য শিগগিরই কমিশন বসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এই নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তির  পরিপ্রেক্ষিতে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এমন তথ্য জানান।

রুল নিষ্পত্তির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে বিষয়টি শুনলাম। কবে তফসিল হবে সেটা এই মুহুর্তে বলতে পারছি না। এটি নিয়ে কমিশনের সঙ্গে বসতে হবে। তবে, এটি যেহেতু পেন্ডিং ইস্যু, আমরা তাড়াতাড়ি করে ফেলবো।’

এই নির্বাচনের জন্য পুনঃতফসিল করতে হবে জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, উপজেলা পরিষদ নির্বাচন প্রভাব ফেলবে না। এর মাঝখানে করে ফেলবো। হিসাব করে দেখতে হবে কোন সময়টায় সেট করতে পারি।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আদালতের আদেশের লিখিত কপি হাতে পেলে তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে কমিশনকে অবহিত করবেন। পরে কমিশন বসে এই নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে ফেব্রুয়ারির শেষভাগে বা মার্চের প্রথমদিকে সুবিধাজনক সময় দেখে ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে বলে কমিশনের যুগ্ম সচিব পর্যায়ের এক কর্মকর্তা জানান।

প্রসঙ্গত: সিটি করপোরেশনের কোন নির্বাচন প্রতিনিধির মৃত্যু বা অন্য কারণে পদ শূন্য হলে শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ২০১৭ সালের ৩০ নভেম্বর মারা যাওয়ার পর নির্বাচন কমিশন ২০১৮ সালের ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন ও দুই (ঢাকা উত্তর-দক্ষিণ) সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে কাউন্সিলর নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছিল। এতে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল ওই বছরের ২৬ ফেব্রুয়ারি। কিন্তু তফসিল চ্যালেঞ্জ করে আদালতে রিট হলে ১৭ জানুয়ারি ৬ মাসের জন্য তা স্থগিত করে নির্বাচন কমিশন। পরে এই স্থগিতাদেশ আরও ৬ মাসের জন্য বাড়ানো হয়। আজ ১৬ জানুয়ারি সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আর আজই শুনানি করে হাইকোর্ট ওই রিট খারিজ করে দেয়। রিট শুনানিতে বাদী বা তার আইনজীবী উপস্থিত ছিলেন না। বাদী মামলা আর চালাতে চান না বলে বাদীর আইনজীবী সাংবাদিকদের জানিয়েছেন।