পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের প্রথম আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন (ফাইল ফটো)পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) প্রথম একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের জন্য একটি সমঝোতা স্মারকে তিনি স্বাক্ষর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম কোনও চুক্তি। দক্ষিণ আফ্রিকায় প্রচুর বাংলাদেশি অবস্থান করছেন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত মধুর। আন্তর্জাতিক অঙ্গনের অনেক বিষয়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার অবস্থান অভিন্ন।
প্রসঙ্গত, ৩০ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার পর গত ৭ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ কে আব্দুল মোমেন। তিনি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী