‘অভিবাসন ব্যয় কমাতে উপজেলা পর্যায়ে রিক্রুটিং এজেন্সির সেবা দিতে হবে’

প্রতিমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বায়রা’র প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘অভিবাসন ব্যয় কমাতে রিক্রুটিং সেবা উপজেলা পর্যায়ে পৌঁছে দিতে হবে। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন মধ্যস্বত্বভোগীরা অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হবে। দুই থেকে তিন স্তরের মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় বেড়ে যায়।’
রবিবার (২০ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) এর প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় দক্ষ কর্মীর অভিবাসন প্রাধান্য পেয়েছে। বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা অপরিহার্য। দক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান মানেই বেশি রেমিট্যান্স পাওয়া। দক্ষ কর্মী ব্যবস্থাপনাই টেকসই উন্নয়নের হাতিয়ার।’
এর আগে বায়রার প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, বায়রার সভাপতি বেনজির আহমেদ এমপি, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী প্রমুখ।