জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা হবে: প্রধানমন্ত্রী

গণভবনে নিজ সংসদীয় আসন টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ার আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে বলেই মানুষ আবারও নৌকায় ভোট দিয়েছে। জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে নৌকায় ভোট দিয়েছেন তার মর্যাদা রক্ষা করা হবে। 

রবিবার রাতে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশকে আরও উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। সেজন্য যেভাবে পরিকল্পনা প্রণয়ন ও কাজ করা দরকার, সেভাবেই সব কিছু চলছে। সাধারণ মানুষের জীবনকে উন্নত ও সমৃদ্ধ করা এটাই আওয়ামী লীগের রাজনীতি বলে উল্লেখ করেন শেখ হাসিনা। 

গণভবনে নিজ সংসদীয় আসন টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ার আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নেতিবাচক সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পর জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে উচ্চ আদালত অবৈধ ঘোষণা করে আর তার প্রতিষ্ঠিত দল বিএনপি সে কারণেই অবৈধ হয় যায়। আর সে কারণে জাতিসংঘ ও কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাকে স্বীকৃতি দেয়নি। কাজেই ভোট কারচুপির রেকর্ড তাদেরই আছে, আমাদের নেই। শেখ হাসিনা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই ভোট কারচুপির রাজনীতি শুরু করেন এবং মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেন।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া আসন থেকে তাকে পুনরায় নির্বাচিত করায় সেখানকার জনগণের কাছে তার কৃতজ্ঞতা ও ধন্যবাদ পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। এর আগে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।