রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাতিসংঘ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের র‍্যাপোর্টিয়ার, ছবি: বাসসবাংলাদেশ সফরত মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংহি লি বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় তার জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা ও একসঙ্গে কাজ করবে।
রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ইয়াংহি লি শনিবার থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছান এবং রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য সোমবার কক্সবাজার সফর করবেন। মার্চে তার তথ্য ও প্রতিবেদন মানবাধিকার কাউন্সিলের সভায় উপস্থাপন করবেন বলে জেনেভা থেকে পাওয়া খবরে জানা গেছে।
মিয়ানমার সরকার জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার-এর সঙ্গে সহযোগিতা না করতে এবং সেদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে অনঢ় রয়েছে। খবর বাসস।