বিআরটিসি’র বহরে যুক্ত হচ্ছে ১১০০ বাস-ট্রাক: সেতুমন্ত্রী





ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত)বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) দুর্নীতির বিষয়ে কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি পালন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী এপ্রিলের মধ্যে বিআরটিসির বহরে ৬০০ বাস এবং ৫০০ ট্রাক যুক্ত হবে। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাজধানীর বিআরটিসি ভবনে সংস্থাটির কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “বিআরটিসিতে দুর্নীতির বিষয়ে কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি পালন করা হবে। সংস্থার গাড়িবহর পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সফ্টওয়্যারভিত্তিক ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হচ্ছে।এরই মধ্যে কল্যাণপুর, মতিঝিল ও গাবতলী ডিপোতে পরীক্ষামূলক ডিজিটাল ব্যবস্থাপনা শুরু হয়েছে। এতে দুর্নীতি কমার পাশাপাশি সেবার মান বৃদ্ধি পাবে।”


সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটিসিকে লাভজনক করার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ শুরু করা হবে। এ লক্ষ্য অর্জনের পথে যেসব বাধা রয়েছে তা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দূর করা হবে।’
তিনি বলেন, ‘আগামী এপ্রিলের মধ্যে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসির বহরে ৬০০ বাস এবং ৫০০ ট্রাক যুক্ত হতে যাচ্ছে। এতে একদিকে বিআরটিসির সক্ষমতা বাড়বে, অন্যদিকে যাত্রী পরিবহনের সুযোগও সম্প্রসারিত হবে।’
এ সময় মন্ত্রী বিআরটিসির জনবল বৃদ্ধির উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভুঁইয়াসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিপো ম্যানেজাররা উপস্থিত ছিলেন।