ঢাকা উত্তর সিটির উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি



ডিএসসিসি

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন।একই দিন ঢাকা উত্তর ও দক্ষিণের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ মঙ্গলবার (২২ জানুয়ারি) নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে হওয়া কমিশনের বৈঠকে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি মনোনয়নপত্র জমা, ২ ফেব্রুয়ারি বাছাই এবং ৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর তিনি মারা যান।
এর আগেও এই সিটি করপোরেশনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে আদালতে রিট হওয়ায় তা বাতিল হয়ে যায়।
সম্প্রতি উচ্চ আদালত রিটটি খারিজ করে দেওয়ায় নতুন করে তফসিল ঘোষণা করা হলো।
আবারও কেউ আদালতে রিট করলে নির্বাচন বাতিল হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘উচ্চ আদালত রিট খারিজ করে দিয়েছেন। আপাতত নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই।’