ঢাকা-বেইজিং সহযোগিতা বৃদ্ধিতে দ্বিপক্ষীয় আলোচনায় জোর





SHA_7139বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবসম্মত সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে দ্বিপক্ষীয় আলোচনার ওপর জোর দিয়েছেন চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু। রবিবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি দ্বিপক্ষীয় আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠকে চীনা সহায়তায় সম্পাদিত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।
অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে চীনের অনেক অবদান আছে।’
রোহিঙ্গা বিষয়ে মিয়ানমার যেন সঠিক পথে পরিচালিত হয় সেজন্য তিনি চীনের সহায়তা চান।
জবাবে রাষ্ট্রদূত ঝ্যাং জু বলেন, ‘চীন এ বিষয়ে গঠনমূলক ভূমিকা পালন করতে চায় এবং এ জন্য তারা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে।’
প্রসঙ্গত, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফর করেন। সে সময় দুই দেশের সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত হয় এবং প্রায় ২৫ বিলিয়ন ডলারের চুক্তি সই হয় দুই দেশের মধ্যে।