কলকাতা বইমেলায় ‘অপ্রাসঙ্গিক’ প্রতিনিধি পাঠাচ্ছে ইফাবা

 

download

৪৩তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় প্রতিনিধি হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পের পরিচালক ও মন্ত্রণালয়ের সচিবের একান্ত সহকারী (পিও)-সহ চারজনকে পাঠাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা)। আগামী বুধবার (৩০ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া ১১ দিনের এই বইমেলায় সংশ্লিষ্টদের পাশ কাটিয়ে ‘অপ্রাসঙ্গিক’ এই প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। জানা গেছে, একজন প্রকল্প পরিচালকের অনুরোধে এই প্রতিনিধি দল তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক রীতি ভঙ্গ হয়েছে। পাশাপাশি এতে করে প্রকাশনা সম্পর্কে আন্তর্জাতিক মানের একটি বইমেলা থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ নষ্ট হবে।

আগামী মঙ্গলবার (২৯ জানুয়ারি) কলকাতায় রওনা হবে এই প্রতিনিধিদল।
গত ৮ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব জিয়াউদ্দিন ভুঁঞার সই করা এক আদেশে ৪৩তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় অংশ নিতে যাওয়া চারজনের নাম জারি করা হয়। তারা হলেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক হাবিবুর রহমান (যুগ্ম সচিব), ধর্ম মন্ত্রণালয় সচিবের একান্ত সচিব শাহ মো. কামরুল হুদা, ইফাবার সমন্বয় বিভাগের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং বিক্রয় সহকারী মুসতাকিম বিল্লাহ।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক একটি বইমেলায় প্রকাশনা বিভাগ বা সংশ্লিষ্ট কাউকে না পাঠিয়ে অন্য বিভাগে কর্মরতদের পাঠানো হচ্ছে। এতে প্রাতিষ্ঠানিক রীতি ভঙ্গ হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক একটি বইমেলা থেকে প্রকাশনা সম্পর্কে পাওয়া যে অভিজ্ঞতা পরে কাজে লাগানোর সুযোগ থাকে, এই প্রতিনিধি দলের সফরে তা নষ্ট হবে।
এ ব্যাপারে প্রকাশনা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম মন্তব্য করতে রাজি নন। তবে তিনি বলেন, ‘প্রকাশনা থেকে একজন গেছেন। বাকিরা আছেন, তারা কীভাবে আছেন, কর্তৃপক্ষ এটা ঠিক করেছেন। ফলে আমি এ বিষয়ে বেশি কিছু বলতে পারবো না।’
মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক নিজেই ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে অনুরোধ করে বলেন, এবারের মেলায় তিনি অংশ নিতে চান। এজন্য তিনি নিজের পছন্দমতো প্রতিনিধি তালিকা তৈরি করেন।
জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব শাহ মো. কামরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপনি কাদের নাম দেখেছেন?’ এরপর তালিকার শেষের দুইজনের নাম উল্লেখ করে বলেন, ‘তাদের সঙ্গে কথা বলেন। তারা ইসলামিক ফাউন্ডেশনের।’
ইফাবা মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল কুষ্টিয়ায় একটি অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী। পরে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমানকে ফোন করেন এই প্রতিবেদক। বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে করা প্রশ্ন শোনার পর তার ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তো এ বিষয়টি জানি না। আমাদের সচিব সাহেব আন্তর্জাতিক মানের মানুষ, তিনি বলতে পারবেন হয়তো।’