ভূমিকম্পের বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ

50887178_232862634289250_1896371349882929152_nভূমিকম্পের বিপর্যয় মোকাবিলায় করণীয় বিষয়ে পুরান ঢাকার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫টি ওয়ার্ডের নাগরিকদের প্রশিক্ষণ দিয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পুরান ঢাকার গেন্ডারিয়া ধূপখোলা মাঠে ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা ও উদ্ধার বিষয়ক মহড়া (মক ড্রিল) অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এই মহড়ায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে জার্মান রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

‘ঢাকা আর্থকোয়েক অ্যান্ড ইমারজেন্সি প্রিপেয়ারডনেস প্রজেক্ট’-এর আওতায় কমিউনিটি লেভেল স্বেচ্ছাসেবকসহ দুর্যোগ ব্যবস্থাপনার সব পর্যায়ের জনবল নিয়ে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলার কৌশল দেখানো হয়।

50946018_839811929725559_7971184316094873600_nআয়োজকরা জানিয়েছেন, স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিটের সেক্রেটারি লায়ন শরিফ আলী খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ সামসুল হক, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ, জার্মান রেডক্রসের ডেলিগেট এনটনি গনমথুসহ জার্মান রেড ক্রসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা, ৩০টি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।