ধর্ম নিরপেক্ষতা মানে সহাবস্থান, ধর্মহীনতা নয়: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রীপ্রতিটি ধর্মের মানুষের সহাবস্থানকেই ধর্মনিরপেক্ষতা বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, ‘ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, এটা হচ্ছে সহাবস্থান। আমি যেভাবে স্বাধীনভাবে ধর্ম পালন করি, ঠিক সেভাবে অন্য ধর্মের লোকজনও যাতে তাদের ধর্মীয় কাজগুলো পালন করতে পারেন তার নিরাপত্তা দেওয়াই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা।’

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের নিজ দফতরে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ে কোনও ধরনের অনিয়ম হতে দেবো না। এজন্য যা যা করা দরকার তাই করবো। মন্ত্রণালয়ের নামের সার্থকতা যাতে থাকে সেভাবে কাজ করবো।’

এসময় হজ যাত্রীদের হজ পালন নিশ্চিত করা নিজের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।

মত বিনিময় সভায় রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।