সংসদকে প্রাণবন্ত করতে চেষ্টা করবো: ইনু

হাসানুল হক ইনু (ফাইল ফটো)জাতীয় সংসদের স্পিকারকে উদ্দেশ করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিগত সময়ের সফলতার ওপর দাঁড়িয়ে ভবিষ্যতে পাঁচটি বছর আপনি আমাদের নেতৃত্ব দেবেন। দক্ষতা, নিরপেক্ষতা ও বুদ্ধিমত্তার সঙ্গে বিগত দিনে সংসদ পরিচালনা করেছেন। আগামী দিনেও বাংলাদেশকে অসাম্প্রদায়িক, নিরাপদ ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে নিয়ে যেতে এই সংসদের নেতৃত্ব আপনাকে দিতে হবে। সংসদকে প্রাণবন্ত, জীবন্ত ও সক্রিয় করতে আমরা চেষ্টা করবো।’
বুধবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে পরাজিতরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রেব বীজ বপনের অপচেষ্টা করছে। এই অবস্থায় একাদশ সংসদের যাত্রা শুরু হলো।’
তিনি বলেন, ভবিষ্যতে সুন্দর সমাজ গড়ে তোলার জন্য আমাদের তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো, বৈষম্য, দুর্নীতি আর সুশাসন। এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমাদের সামনের দিকে যাত্রা শুরু হয়েছে।