কাউন্সিলর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। এছাড়া নির্বাচন কমিশন প্যানেলে আরও ৯ জন সদস্য রয়েছেন। এবার মোট ভোটার ১হাজার ৮০ জন।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতির পদটির জন্য লড়ছেন যুগান্তরের মামুন ফরাজী, সমকালের জাকির হোসেন ইমন নয়া দিগন্তের ইদ্রিস মাদ্রাজি।
সাধারণ সম্পাদক পদটির জন্য লড়ছেন ডিবিসি নিউজের মুক্তাদির অনিক, বাংলা ভিশনের নাসরীন গীতি এবং দৈনিক আমাদের সময়ের আবুল হাসান হৃদয়।
সহ-সভাপতি পদের জন্য লড়ছেন মো. বশির হোসেন মিয়া এবং আনজুমান আরা শিল্পী।
যুগ্ম সম্পাদক পদের জন্য লড়ছেন সুরাইয়া ইয়াসমিন অনু ও জাওহার ইকবাল খান।
কোষাধক্ষ্য পদের জন্য লড়ছেন মো. আফজাল হোসেন, আবু কাউছার খোকন ও আব্দুর রহমান খান।
সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন মো. আনোয়ার সাদাত সবুজ, মুজাহিদুল ইসলাম সাকিফ এবং শামসুল আলম সেতু।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদটির জন্য লড়ছেন মীম ওয়ালীউল্লাহ, মো. মোজাম্মেল হক ও জাকিয়া সুলতানা।
দফতর সম্পাদক পদের জন্য লড়ছেন শরীফ মোহাম্মদ মাসুম, মিসবাহ পাটোয়ারী ও জামান সৈয়দী।
ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদের জন্য লড়ছেন রিহাব মাহামুদ, আমিনুল রাণা ও তৌফিক অপু।
প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লড়ছেন শামীম আহসান এবং শহীদুল আলম ইমরান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন প্রার্থী লড়ছেন।