মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের রাস্তার পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ঝুলন্ত তার অপসারণ করে ভূ-গর্ভে পাঠানোর জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিও রয়েছে। এরইমধ্যে এই কমিটির মাধ্যমে ঢাকা শহরের প্রধান প্রধান শহরের ঝুলন্ত তার অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব ঝুলন্ত তার ভূ-গর্ভে যাবে।
প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে চারটায় সংসদের অধিবেশন শুরু হয়।