সেনানিবাস অধিদফতরের নিয়োগ বিধিমালা সচিব কমিটিতে





1512478391সামরিক ভূমি ও সেনানিবাস অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুমোদনের জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে বিধিমালাটি অনুমোদন পেতে পারে। বৈঠকে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদফতরের ১৬৬ জনবল নিয়োগ ও পদোন্নতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রস্তাবিত নিয়োগ বিধিমালার সারসংক্ষেপ তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সামরিক ভূমি ও সেনানিবাস অধিদফতরের গঠিত কমিটির অনুমোদন করা সাংগঠনিক কাঠামোভুক্ত পদের সংখ্যা ১১২টি। পরে আরও ১১টি পদ বাড়িয়ে সেটাকে ১২৩ করা হয়। এর মধ্যে পরিচালকের একটি পদ, উপ-পরিচালকের একটি, এমইও তিনটি এবং সিইও ১৫টি পদ প্রেষণে নিয়োগ করার কথা বলা হয়েছে। কিন্তু নতুন নিয়োগ বিধিমালার প্রস্তাবে ডিএএমইও-এর তিনটি পদ বিলুপ্ত করে ৪৬টি নতুন পদ সৃষ্টি করে অধিদফতরের জন্য মোট ১৬৬টি নতুন পদ নিয়োগ দেওয়ার লক্ষ্যে এই বিধিমালা তৈরি করা হয়েছে।
বর্তমানে অধিদফতরের জনবল দ্য অফিসার্স (মিলিটারি ল্যান্ডস অ্যান্ড ক্যান্টনমেন্টস ডাইরেক্টরেট) রিক্রুটমেন্ট রুলস, ১৯৮৪ এবং দ্য নন-গেজেটেড সার্ভিস পারসোনেল (বাংলাদেশ মিলিটারি ল্যান্ডস অ্যান্ড ক্যান্টনমেন্টস) রিক্রুটমেন্ট রুলস, ১৯৮৪-এর ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। হাইকোর্টের নির্দেশে এই দুই নির্দেশনা বাতিল হয়ে যাওয়ায় নতুনভাবে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।