দেশে দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ২৪৮টি

জাতীয় সংসদ

দেশে বর্তমানে দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ২৪৮টি। সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

হাছান মাহমুদ জানান, বর্তমানে সারা দেশে দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৪৮টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫০২টি ও আঞ্চলিক ৭৪৬টি। সারাদেশে সাপ্তাহিক পত্রিকা এক হাজার ১৯২টি, মাসিক ৪১৪টি ও অন্যান্য ৪১টি। এছাড়া দুই হাজার ২১৭টি অনলাইন মিডিয়া রয়েছে। যার মধ্যে অনলাইন পত্রিকা এক হাজার ৮৭৪টি ও ইন্টারনেট টেলিভিশন ২৫৭টি, অনলাইন রেডিও ৪৫টি ও ই-পেপার ৪১টি।

প্রশ্নোত্তর পর্বে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতায় এক লাখ ২৪ হাজার ৯০৪টি, কুটির শিল্প ৮ লাখ ৪১ হাজার ৯৪৩টি ও মাঝারি শিল্প ১০৭টি। এসব শিল্প কারখানায় ৩৮ লাখ ৩৩ হাজার ১০০ জন শ্রমিক কর্মরত আছে।