ঝিনাইদহের যাদবপুর সীমান্তে স্থলবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে স্থলবন্দর স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সম্ভাব্যতা যাচাইয়ে ইতিবাচক ফলাফল পাওয়া গেলে যাদবপুরের উভয়পাশে শুল্ক স্টেশন স্থাপন সাপেক্ষে স্থলবন্দর প্রতিষ্ঠা সম্ভব হবে।’

সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিসের জবাবে সংসদকে এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

এর আগে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন কার্যপ্রণালী বিধির ৭১বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণীয় নোটিসে যাদবপুর সীমান্তে স্থলবন্দর স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

জবাবে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যাদবপুর সীমান্তে স্থলবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতোমধ্যেই স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালককে (ট্রাফিক) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির রিপোর্টের পরেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’