দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিলেন সমাজকল্যাণমন্ত্রী


দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিষ্ঠানকে চেক হস্তান্তর করছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ডেস্টকো'কে ৫০ হাজার টাকার অর্থ সহায়তা দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। সোমবার বিকেলে (১১ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে চেক হস্তান্তর করেন মন্ত্রী।
ডিজ্যাবলড এডুকেশন স্পোর্টস ট্রাভেল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ডেস্টকো) এর পক্ষে চেক গ্রহণ করেন ডেস্টকো এর সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আলী হোসেন, ট্রেজারার মো. শহীদুল হক ও ট্রাভেল সম্পাদক মো. রইছ উদ্দিন।
এ সময় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা কঠিন ব্যাপার। যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জীবনের লড়াই চালিয়ে যাচ্ছে আমরা সরকারের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই। একটু সরকারি সহায়তা তাদের গন্তব্যে পৌঁছানোর পথকে আরও সহজ করবে বলে আমার বিশ্বাস।’