দল বা ব্যক্তির কাছে দায়বদ্ধতা নয়: সিইসি

কেএম নূরুল হুদা (ফাইল ছবি)

নির্বাচনি কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘মনে রাখতে হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনারা একমাত্র প্রজাতন্ত্র এবং সংবিধানের কাছে দায়বদ্ধ। কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির কাছে আপনারা দায়বদ্ধ নন।’
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি আরও বলেন, ‘যারা উপজেলা নির্বাচন পরিচালনা করবেন তারা সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের দক্ষ পরিচালনার ওপর নির্ভর করে উপজেলা নির্বাচনে স্থানীয় প্রতিনিধিরা কীভাবে নির্বাচিত হবেন।’
সিইসি বলেন, ‘মনে রাখতে হবে, আপনাদের দক্ষতা, পারদর্শিতা ও নিরপেক্ষতার ওপর নির্ভর করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমি আশা করি কখনও কারও প্রতি কোনো ধরনের দুর্বলতা আপনাদের থাকবে না। কোনও পক্ষপাতিত্ব থাকবে না। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আপনারা নির্বাচন পরিচালনা করবেন।’
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
সংসদ নির্বাচন নিয়ে ইসিতে আত্মবিশ্লেষণ হয়নি: মাহবুব তালুকদার