রোহিঙ্গাদের ওপর নৃশংসতার তদন্তে আইসিসি’র সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনারোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার ‘প্রাথমিক পরীক্ষা’র জন্য একটি টিম পাঠাতে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব শহীদুল হক আইসিসি প্রধান কৌঁসুলি ড. ফাতু বেনসুদার সঙ্গে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রীর এক বৈঠকের পর বলেন, ‘আগামী মার্চের শুরুতে বাংলাদেশ সফরে আসছে আইসিসি টিম। তাদেরকে নীতিগতভাবে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এ ক্ষেত্রে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।’

শহীদুল হক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও আইসিসির প্রধান কৌঁসুলি ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা এবং মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ওপর নৃসংশতার বিচারের বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা চালানো পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের বিচারে সম্মুখীন করার ওপর গুরুত্বারোপ করেন।’

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার বিচার প্রসঙ্গে আইসিসির প্রধান কৌঁসুলি বলেন, ‘আইসিসি ইতোমধ্যে রোহিঙ্গা ইস্যু আমলে নিয়েছে এবং দায়ীদের বিচারের জন্য একটি আদালত প্রতিষ্ঠা করেছে।’

ফাতু বেনসুদা বলেন, ‘এ প্রসঙ্গে মামলা দাঁড় করানোর লক্ষ্যে আইসিসি টিম ‘প্রাথমিক পরীক্ষা’র জন্য বাংলাদেশ সফর করবে।’

এরপর প্রধানমন্ত্রী আইসিসি প্রধান কৌঁসুলিকে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকাণ্ডের ঘটনা জানান। সেই সঙ্গে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পর্কে তাকে জানান।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস