চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার খবর গুজব: কাদের

111

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়ে মার্চে ঘোষণা আসছে বলে প্রকাশিত খবরকে গুজব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নিয়ে আমি কোনও কথা বলিনি। এটা তারা গুজব ছড়াচ্ছে।’
শনিবার (১৬ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।

চাকরিতে প্রবেশের বয়সসীমার ব্যাপারে এখনও সরকারি পর্যায়ে কোনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনও কথা বলিনি। সরকারের সিদ্ধান্তের আগে আমি কী করে বলবো? আমি সরকার ও পার্টির ইম্পরট্যান্ট জায়গায় আছি। আমার ইররেসপন্সিবল কোনও কথা বলা উচিত না।’
শুক্রবার রাতে বিভিন্ন গণমাধ্যমে তার বরাতে এই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার ব্যাপারে ওবায়দুল কাদের আরও বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রসঙ্গে আমি কোনও কথা বলিনি। প্রথমেই আমি এটা জানিয়ে রাখছি, এটা তারাই গুজব ছড়াচ্ছে। নিউজের মধ্যে আমার কোনও ভয়েস আছে? ভয়েস না থাকলে হয় কী করে। আর আমি এ ব্যাপারে কোথায় মন্তব্য করলাম,  আমার তো জানা নেই। ইট ইজ ফেইক অ্যান্ড ফলস।’

প্রসঙ্গত, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলনকারীেদের প্রতিনিধিরা শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর চাকরিতে আবেদনের বয়স ৩৫ হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে।