ঢাকা সিটি নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: সিইসি

সিইসি কে এম নূরুল হুদাপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘ঢাকা সিটির নির্বাচনের বিষয়ে যেন কোনোরকম বিচ্যুতি না হয় এমন ব্যবস্থা নিতে হবে। নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হবে। সবার প্রতি অনুরোধ, নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচন যাতে অবাধ এবং গ্রহণযোগ্য হয় সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’
সোমবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির ৩৬ কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
সিইসি দাবি করেন, ‘সংসদ নির্বাচন রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে। ঢাকা সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচনেও একই ধরনের পরিবেশে দেখতে চাই।’
নূরুল হুদা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতা ছিল বলেই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা সম্ভব হয়েছিল। আগামী উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনেও সংসদ নির্বাচনের মতো পরিবেশ অব্যাহত থাকবে।’
সিইসি বলেন, ‘কদিন আগেই আমরা বড় নির্বাচনের অভিজ্ঞতা অর্জন করেছি। এই নির্বাচনের অভিজ্ঞতা আমাদের সবার মধ্যে তাজা রয়েছে। এমন অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ধন্যবাদ জানাই। ২০১৪ সালের নির্বাচনে যেমন সহিংসতা ঘটেছিল তা এবারের নির্বাচনে ঘটেনি।’
আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিক হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। সভায় মহাপুলিশ পরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি, র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিজিবি প্রতিনিধি, ডিজিএফআই পরিচালকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।