‘বিজিএমইএ ভবন ভাঙার রায়ের বাস্তবায়ন হয়নি এখনও’

আলোচনা সভায় সাবেক বিচারপতি মানিকসাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, হাতিরঝিল দখল করে তৈরি করা বিজিএমইএ ভবন ভাঙার রায়ের এখনও বাস্তবায়ন হয়নি।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত ‘নদীর অবৈধ দখল উচ্ছেদের বর্তমান-ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
সাবেক বিচারপতি বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক আগেই থেকে বলে আসছেন নদী দখলমুক্ত করতে হবে। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে যে নদী দখলের ব্যাপারে একটি মামলার রায় সবসময় প্রচলিত থাকবে। নিজের অভিজ্ঞতা থেকে বলি, বিজিএমইএ ভবন ভাঙার আদেশ আমি দিয়েছিলাম। ভবনটি নির্মাণ করা হয়েছিল হাতিরঝিলের ওপর। একটি প্রভাবশালী গোষ্ঠী এই জায়গা দখল করে ভবন নির্মাণ করেছিল। তারপরও আমি এটি ভাঙার আদেশ দিয়েছি। দুর্ভাগ্যবশত এখনও ভাঙা হয়নি, তারা বারবার এসে সময় বাড়িয়ে নিচ্ছে। আশা করি আর কয়েকমাস পর এটি ভাঙা হবে।’
তিনি আরও বলেন, ‘অনেকে নদীর কিংবা খালের মালিকানা দাবি করে। তাই সুনির্দিষ্ট করে নদী ও খাল চিহ্নিত করতে হবে। আমি মনে করি, একটি মন্ত্রণালয় হওয়া উচিত শুধু নদী-খাল বাঁচানোর জন্য। নদী-খাল দখলের মতো ঘৃণ্য কাজ যাতে কেউ না করতে পারে, সেজন্য কঠোর হতে দমনের ব্যবস্থা করতে হবে।’