৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত অনুমোদন

গম (ছবি সংগ্রহীত)প্রতি টন ২৯৪ দশমিক ৯৫ ডলার দরে মোট ১২৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল এ গম বাংলাদেশ সরকারকে সরবরাহ করবে। রাশিয়া থেকে গম আমদানি করা হবে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান।

৫০ হাজার টন ইউরিয়া আমদানির সিদ্ধান্ত অনুমোদন
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে ৫০ হাজার টন ইউরিয়া আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ২৫ হাজার টন ইউরিয়া কিনতে ব্যয় হবে ৭০ কোটি ৫৬ লাখ টাকা। প্রতি টনে পড়বে ৩৩৬ দশমিক ২১ মার্কিন ডলার। এ সার আমদানির কাজ পেয়েছে বাংলাদেশের মেসার্স পোটন ট্রেডার্স। বাকি ২৫ হাজার টন ইউরিয়া আমদানি করা হবে মোংলা বন্দর দিয়ে। এতে লাগবে ৭০ কোটি ৭৭ লাখ টাকা। এই সারও আনার দরপত্র পেয়েছে পোটন ট্রেডার্স। প্রতি টন সার আমদানিতে খরচ হবে ৩৩৭ দশমিক ২১ ডলার।

৯৩ কোটি টাকা বকেয়া পরিশোধ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন
অতিরিক্ত সচিব আরও জানান, সরকারের বিভিন্ন দফতরে ইন্টারনেট সেবা দিতে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯৩ কোটি ৪৫ লাখ টাকা বকেয়া পরিশোধ সংক্রান্ত প্রস্তাবও কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

আজিমপুরে দুটি ২০ তলা ভবন নির্মাণের দরপ্রস্তাব অনুমোদন
ক্রয় কমিটির বৈঠকে আজিমপুর সরকারি কলোনিতে দুটি ২০ তলা বিশিষ্ট ভবন নির্মাণের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় ধরা হয়েছে ১৯৫ কোটি ৬৯ লাখ টাকা। জিকেবি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড নামের বাংলাদেশি প্রতিষ্ঠান এ ভবন নির্মাণের কাজ পেয়েছে বলে জানান অতিরিক্ত সচিব নাসিমা বেগম।