ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ চলছে

 

মনোনয়ন ফরম সংগ্রহ করছেন একজন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলছে। মঙ্গলবার সকাল ১০টা বিশ্ববিদ্যালয়ের প্রত্যকটি হলের প্রাধ্যক্ষের কার্যালয় থেকে ফরম দেওয়া হচ্ছে। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ফরম পাওয়া যাবে। বিনা মূল্যে শিক্ষার্থীদের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে।

বেলা পৌনে ১২টার দিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিন মোল্লা। তিনি হল সংসদের সাহিত্য সম্পাদকের জন্য নির্বাচন করবেন। এর আগে বেলা ১১টার দিকে কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি পদে মনোনয়ন ফরম নিয়েছে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মেহনাজ আক্তার।  

হল সংসদের সভাপতি জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, ‘ শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অঙশ নিতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এখন পর্যন্ত কোনও প্যানেল থেকে কোনও প্রার্থী মনোনয়নপত্র নেয়নি। একজন শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছে।’