ঢাকা-ভিয়েনার মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই কাল

৪৪৪৪




বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির জন্য বেসরকারি খাতে তিনটি সমঝোতা স্মারক সই হবে। বুধবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসির মধ্যে বৈঠক শেষে এসব স্মারক সই হবে।
কারিন বুধবার সকালে ঢাকায় আসবেন। তবে এরই মধ্যে অস্ট্রিয়ার ব্যবসায়ী দল বাংলাদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছে।
সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘উভয় দেশ তাদের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ বাড়াতে আগ্রহী এবং সরকার এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।’ দুই মন্ত্রীর বৈঠকে অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে বলে তিনি জানান। এছাড়া রোহিঙ্গা, কৃষি এবং প্রযুক্তি হস্তান্তর বিষয়গুলোও আলোচনায় আসবে।
অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এবারই প্রথম অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী অস্ট্রিয়া সফর করেন।