সরকারের দায়িত্বহীনতায় সব জায়গায় মানুষ জীবন হারাচ্ছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনায় সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুন লাগার ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আগুনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজ সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে। রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার সৎ ইচ্ছা তাদের নেই। তারা চায় যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে।’
৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি উল্লেখযোগ্য দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করার জন্য আমাদের অকুতোভয় সন্তানরা প্রাণ দেয়। সেদিনই আমাদের মুক্তির বীজ রোপণ হয়। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড লাভ করি।’
জনগণের অধিকার হনন করে ৩০ ডিসেম্বর নির্বাচন হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আমরা পুনর্নির্বাচনের দাবি করছি।