নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনার অনুরোধ সাঈদ খোকনের

ডিএসসিসিরাজধানীর পুরান ঢাকার চরকাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বাদ জুমা নগরীর সব মসজিদ-মাদ্রাসা ও অন্য সব ধর্মীয় প্রতিষ্ঠানে এ প্রার্থনা করার আহ্বান জানান তিনি।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায় বাংলা ট্রিবিউনকে বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন।

উত্তর কুমার বলেন, ‘চকবাজারের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গভীর শোক ও নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনার পর থেকে রাত জেগে তিনি উদ্ধার কাজ পরিদর্শন করেছেন। তিনি আগামীকাল বাদ জুমা নগরীর সকল মসজিদে গায়েবানা জানাজা, বিশেষ দোয়া এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছেন।’

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। রাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চার ঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ আগুনের ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৭০টি মৃতদেহ উদ্ধার করেছেন। এছাড়া, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।