শ্রীলঙ্কায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত





International-Language-Day-1-1080x675প্রতিবারের মতো এবারও শ্রীলঙ্কায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়েছে।
শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন রিয়াজ হামিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়াও আরও ১৫টি দেশ এই অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে জড়িত ছিল।’ দূতাবাস থেকে যে পোস্টারটি ছাপানো হয়েছে তার নিচে প্রতিটি দেশের পতাকা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
রাষ্ট্রদূত জানান, এ উপলক্ষে একটি প্রমোশনাল ভিডিও ফেসবুকের মাধ্যমে ছাড়া হয়েছে যা বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
রাষ্ট্রদূত বলেন, ’২১ ফেব্রুয়ারি সকাল থেকে ভিহারি মহাদেব পার্কে শিশুদের ছবি আঁকা শুরু হয় এবং এতে অনেক শিশু অংশ নেয়।’