১৮টি মরদেহ শনাক্তের জন্য ৩০ জনের নমুনা সংগ্রহ

সিআইডির পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছেচকবাজারে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৮টি মরদেহ শনাক্তের জন্য ৩০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে এবং শনিবার সকাল নয়টা থেকে ডিএনএ টেস্টের জন্য এ নমুনা সংগ্রহ করা হবে।

শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ অফিসে গণমাধ্যমকে একথা বলেন  গোয়েন্দা পুলিশের (সিআইডি) অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট নুশরাত ইয়াসমিন।

তিনি বলেন, ‘আমরা আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে ঢাকা মেডিক্যাল মর্গ অফিসে থাকব। আবার আমাদের মালিবাগের সিআইডির অফিসেও নমুনা সংগ্রহ করা হবে। যারা এখনও স্বজনদের খুঁজে পাননি তাদের নমুনা দেওয়ার জন্য সিআইডির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।’

সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট আশরাফুল আলম বলেন, ‘আমাদের ল্যাব ইতোমধ্যে কাজ শুরু করেছি। যে নমুনাগুলো কম চ্যালেঞ্জিং সেগুলো আমরা আগে শনাক্ত করব। এই প্রক্রিয়ায় এক সপ্তাহ, এক মাস বা আরও অনেক বেশি সময়ও লাগতে পারে।’