পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক: প্রধানমন্ত্রী

চকবাজারে আগুনে দগ্ধদের দেখতে ঢামেকে প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলাপুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কাজে তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এছাড়া চকবাজারের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের (ঢামেক) বার্ন ইউনিউটে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।   

চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নিতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী।

চকবাজারে আগুনে দগ্ধদের দেখতে ঢামেকে প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলাপ্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এর মধ্যে ৯ জন বার্ন ইউনিটে ভর্তি আছেন। সেদিন সারা রাত জেগে থেকে প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন সরকার প্রধান। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এছাড়া, পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।