চকবাজার ট্র্যাজেডি: আরেকজনের মৃতদেহ শনাক্ত

ঢামেকে কাগজপত্র হাতে মঞ্জুর ছোট ভাইচকবাজার অগ্নিকাণ্ডে নিহত আরেকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম আনোয়ার হোসেন মঞ্জু। শনিবার স্বজনরা তার পরিচয় শনাক্ত করেন।  মঞ্জুর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতলের মর্গে ছিল। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করতে  মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে আনা হয়েছে।

মঞ্জুর ছোট ভাই মাইনুল হোসেন বলেন, ‘আমরা আজকে (শনিবার) সোহরাওয়ার্দী হাসপাতলের মর্গে গিয়েছিলাম। সেখানে ৫টি মরদেহ রয়েছে। চেহারা দেখে শনাক্ত করার উপায় ছিল না। মঞ্জুর পরনের ট্রাউজার ও শার্ট দেখে আমরা তাকে শনাক্ত করছি।’

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্সি আব্দুল লোকমান জানিয়েছেন, আনোয়ার হোসেন মঞ্জুর মৃতদেহ হস্তান্তর করা হয়ছে। এ নিয়ে ৪৭ জনের মরদেহ শনাক্ত ও হন্তান্তর করা হলো।

এর আগে শুক্রবার ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র অ্যাসিস্টেন্ট কমিশনার আবদুল্লাহ আল মনসুর বলেছিলেন, এখন পর্যন্ত ৪৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং সবার মরদেহ হাস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ১১ ঘণ্টার বেশি সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় নিহত হয়েছেন ৬০ জন। আহত কমপক্ষে অর্ধশত ব্যক্তি। যারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।