‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ছিল’

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভাভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু একুশে ফেব্রুয়ারির সাংস্কৃতিক আন্দোলনকে একটি রাজনৈতিক আন্দলনে রূপ দিয়েছিলেন। যার হাত ধরে পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল।’

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ কতৃক আয়োজিত  ‘ভাষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘১৯৪৮ সালের ১১ মার্চ একটি গুরুত্বপূর্ণ তারিখ। গুরুত্বপূর্ণ এই কারণে যে ওই দিনের ধর্মঘট ও হরতালে প্রথম যিনি রাজবন্দি হয়েছিলেন তিনি তখনকার যুবনেতা শেখ মুজিবুর রহমান। রাজবন্দি হওয়ার প্রধান কারণ এই ভাষা। বাংলা ভাষার ওপর আঘাত করে প্রথমেই প্রমাণ করলেন সে সাম্প্রদায়িকতার বিষ বাক্স নিয়ে খেলবে। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বুঝতে পেরেছিলেন।’

তিনি আরও বলেন, ১৯৪৮ সালের ১১ মার্চ থেকে ৫২’র একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১৯৫৩ যে প্রথম প্রভাত ফেরি, সেটি খালি পায়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল। দেখুন ১৯৪৮ থেকে ৫৩’র প্রথম প্রভাত ফেরি পর্যন্ত এই যতগুলো ঘটনা, সবকিছুতেই বঙ্গবন্ধুর স্মৃতি অম্লান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নেপালের সাবেক রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি মোকাদ্দেস হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অরুণ কুমার গোস্বামী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজেদুল আরেফিন প্রমুখ।