শাহজালালে ইলিয়াস কাঞ্চনের পিস্তল: সাময়িক বরখাস্ত ১, তদন্ত কমিটি





ইলিয়াস কাঞ্চন ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি স্ক্যানারে ধরা না পাড়ার ঘটনায় ফজলার রহমান নামের একজন নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) স্বতস্ত্র নিরাপত্তা প্রহরী। একইসঙ্গে এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেবিচক। বুধবার (৬ মার্চ) দুপুরে বেবিচকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে যাওয়ার জন্য মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এরপর নভোএয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তার সঙ্গে ৯ এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি আছে, যা অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানারে ধরা পড়ে না।

আরও পড়ুন..

শাহজালালে ইলিয়াস কাঞ্চনের পিস্তল আর ১০ রাউন্ড গুলি