মুহসীন হলে সব পদে ছাত্রলীগের জয়

 

মুহসীন হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে ছাত্রলীগ। এই হলে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির। তিনি পেয়েছেন ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট।

অন্যদিকে,  জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। তিনি পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান রহমান পান ২৫১ ভোট। অপর দুই প্রার্থী মো. আব্দুল্লাহ আরেফিন ১১৩ ভোট ও মো. মাহফুজুর রহমান পেয়েছেন ২৩ ভোট।

এজিএস নির্বাচিত হয়েছেন মো. সাদিল আব্বাস। তিনি পেয়েছেন ৭০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহবুব আলম পেয়েছেন ২০৩ ভোট। 

অন্য ১০টি পদেও ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি পেয়েছেন ৬৮৪ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ হিল বাকি পেয়েছেন ২২৮ ভোট। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন ইমরান হাসান। তিনি পেয়েছেন ৫২৬ ভোট। তার নিকটতম মো. মাহবুবুর রহমান পান ৩৭৬ ভোট। রিডিং রুম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. বিল্লাল হোসেন। তিনি পেয়েছেন ৫৪৯ ভোট। তার নিকটতম মেহেদী আনজাম হাবীব পেয়েছেন ২৭০ ভোট। অভ্যন্তরীণ ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. শাহরিয়ার সনেট সর্বাধিক ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী জাহিদুল  ইসলাম পেয়েছেন ৬৩২ বোট। তার নিকটতম এ বি এম মাইনুল হাসান পেয়েছেন ৩৪৫ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবুল হোসেন। তিনি পেয়েছেন ৬৭২ ভোট। তার নিকটতম মো. মিজানুর রহমান পেয়েছেন ২৭৭ ভোট।  

সদস্য পদে নির্বাচিতরা হচ্ছেন মো. আব্দুর রহমান (৭৪১ ভোট), শাহ ইবনে সোয়াদ (৬৮১ ভোট),  মো. জাহাঙ্গীর আলম ( ৬৭৬ ভোট) এবং মো. মুজাহিদুল ইসলাম (৬৫০ ভোট)। 

সোমবার (১১ মার্চ) বিকাল সোয়া পাঁচটায় হলটির দায়িত্বে থাকা হল সংসদ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এই ফল ঘোষণা করেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু’র নির্বাচনে সোমবার (১১ মার্চ) সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ, এরপর দুপুরে ভোট বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবক’টি প্যানেলের প্রার্থীরা।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আজ  (১১ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে  ও হলগুলোতে মোট ১৩টি পদে লড়ছেন সর্বমোট ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।