পিআইও’র অতিরিক্ত দায়িত্বে জাকির হোসেন

জাকির হোসেনগণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) তথ্য ক্যাডারের কর্মকর্তা জাকির হোসেনকে এ নিয়োগ দিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, গণযোগাযোগ অধিদফতরের দায়িত্বের পাশাপাশি তিনি প্রধান তথ্য কর্মকর্তার (পিআইও) দায়িত্বও পালন করবেন। এজন্য বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

বৃহস্পতিবার জাকির হোসেন প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে তথ্য অধিদফতরের দায়িত্বভার গ্রহণ করেছেন।

উল্লেখ্য, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। সেই থেকে এই পদটি শুণ্য ছিল।