শনিবার সকালে ক্রাইস্টচার্চে যাচ্ছেন বাংলাদেশি দুই কূটনীতিক

 

হামলার পর আহত একজনকে সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশনিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকায় মসজিদে শুক্রবার (১৫ মার্চ) সকালে সন্ত্রাসী হামলায় নিহত ৪৯ জনের মধ্যে তিন জন বাংলাদেশি। নিহত ও আহতদের খোঁজখবর নিতে শনিবার (১৬ মার্চ) সকালে ক্রাইস্টচার্চে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তারেক আহমেদ ও নিউ জিল্যান্ডের অকল্যাণ্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান। শুক্রবার রাতে টেলিফোনে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান। তিনি নিউজজিল্যান্ডেরও দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত।

মো. সুফিউর রহমান বলেন, ‘শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট ও ক্রাইস্টচার্চের মসজিদে গুলিবর্ষণে ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় তাদেরকে (বাংলাদেশি দুই কূটনীতিক) সেখানে পাঠানো হচ্ছে।’

প্রসঙ্গত,  ক্রাইস্টচার্চের ওই দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালায় ব্রেন্টন ট্যারান্ট নামের এক বন্দুকধারী। সে অস্ট্রেলিয়ার অধিবাসী।

শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদে ওই হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। নিহত তিন বাংলাদেশির মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন হলেন সিলেটের হুসনে আরা পারভীন ও অন্যজন কুড়িগ্রামের ড. আবদুস সামাদ। নিউ জিল্যান্ডে সফররত বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা আল নুর মসজিদে জুমার নামাজ আদায়ের কথা ছিল। তারা সেখানে পৌঁছার কিছুক্ষণ আগেই ওই হামলা হয়। তবে, বাংলাদেশের ক্রিকেটাররা সবাই নিরাপদে রয়েছেন। তারা সবাই শনিবার রাতে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।