প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে গণভবনে যাবো: নুর

ডাকসু ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে নয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আলাদা গাড়িতে গণভবনে যাওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। তার সঙ্গে আছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো গাড়িতে যাবো।’

শনিবার (১৬ মার্চ) দুপুরে নুর নিজে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসু ও হল সংসদের বিজয়ী নেতাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।

এর আগে নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রধানমন্ত্রী।’ 

এদিকে ডাকসুর নবনির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন যাবো।’

এই গাড়িতে গণভবনে গেলেন নুর

প্রসঙ্গত, হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন আজ গণভবনে যাবেন। এর পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনের সঙ্গে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতা গণভবনে যাচ্ছেন।

আরও খবর:
গণভবনে যাচ্ছেন নুর

ঢাবির লাল বাসে করে গণভবনে যাচ্ছেন ডাকসু নেতারা