দেশি-বিদেশি ষড়যন্ত্রে নিষ্ঠুর হত্যাযজ্ঞের স্বীকার হন বঙ্গবন্ধু: গণপূর্তমন্ত্রী




53742495_402978536934280_8841845406141775872_nগৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন সাদামাটা একজন সনাতন বাঙালি, যিনি সাহেবি পোশাক পরতেন না, যার জীবনবোধ ছিল পরিপূর্ণরূপে একজন নির্ভেজাল বাঙালির। কিন্তু সেই মানুষটিকে কিছু কলঙ্কিত বাঙালি আর দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে নিষ্ঠুর হত্যাযজ্ঞের স্বীকার হতে হয়েছিল।
রবিবার (১৭ মার্চ) সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া একজন মানুষ, যিনি শৈশব থেকে অপ্রতিরোধ্য সংগ্রামে নিজেকে নিভৃত করার ভেতর থেকে বাঙালি জাতির মহান নেতায় পরিণত হয়েছিলেন। এ মানুষটিকে আমাদের স্বপ্নের জায়গায়, বিশ্বাসের জায়গায়, নীতি-নৈতিকতার জায়গায়, মূল্যবোধের জায়গায় পবিত্রতার সঙ্গে শ্রদ্ধা করে তিনি কী চেয়েছিলেন, সেটি নিয়ে আমাদের এগিয়ে আসা দরকার।’
মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সারাজীবনের সাধনা ছিল— পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠিত করা, যেখানে বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, হানাহানি থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না। সে মানুষটিকে কিছু কলঙ্কিত বাঙালি আর দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে নিষ্ঠুর হত্যাযজ্ঞের স্বীকার হতে হয়েছিল।’
গণপূর্তমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বেঁচে আছেন বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিপূর্ণভাবে রূপান্তর করার জন্য। শেখ হাসিনা মনে করেন, ক্ষমতা নিজের বিত্ত-বৈভবের জন্য নয়; ক্ষমতা মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য, ক্ষমতা প্রান্তিক মানুষের দুঃখ দূর করার জন্য।’
অনুষ্ঠানে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন মো. মোস্তাফিজুর রহমান, হাইকমিশনের কর্মকর্তারা এবং বাংলাদেশ সোসাইটি ও চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।