ভারতে পৌঁছেছে সেনাবাহিনীর সাইক্লিং দল




সেনাবাহিনীবাংলাদেশ-ভারত তৃতীয় যৌথ সাইক্লিং অভিযানে অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর সাইক্লিং দল সোমবার (১৮ মার্চ) ভারতে পৌঁছেছে। বুড়িমারী সীমান্ত দিয়ে সাইক্লিং দলটি ভারতের কুচবিহারে পৌঁছায়। ১৫ সদস্যের এই সাইক্লিং দলে অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সেনারা রয়েছেন। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) ভারতের কুচবিহারে দুই দেশের এই সাইক্লিংয়ের উদ্বোধন হবে। ভারতের অভ্যন্তরে চার দিন সাইক্লিংয়ের পর সাইক্লিস্টরা আগামী ২২ মার্চ বাংলাদেশে ফিরে আসবেন। এরপর বাংলাদেশেও চার দিন সাইক্লিং অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ ‘ফ্ল্যাগ ইন’ অনুষ্ঠানের মাধ্যমে যৌথ সাইক্লিং অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ ও ভারত সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও বেগবান করতে উভয় দেশের সেনাসদস্যদের অংশগ্রহণে ২০১৭ সাল থেকে প্রতিবছর যৌথ এই সাইক্লিং অভিযান পরিচালনা হচ্ছে। এবারের অভিযানে দুই দেশের ৩০ জন সামরিক সদস্য অংশগ্রহণ করছেন।