ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পাশে থাকবে ডাকসু: সাদ্দাম হোসেন

সাদ্দামঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) নবর্নিবাচিত এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন শাহবাগে নিরাপদ সড়কের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‌‘ছাত্রদের সবধরনের যৌক্তিক আন্দোলনের পাশে থাকবে ডাকসু। যতদিন সড়কে মৃত্যুর মিছিল বন্ধ না হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আছি।’

তিনি বলেন, ‘আগামী ২৩ মার্চ আমরা ডাকসুর দায়িত্ব গ্রহণ করবো। নিরাপদ সড়কের দাবিতে আমরা প্রথম কর্মসূচি দেবো। আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচলরত অভ্যন্তরীণ পরিবহনের চালকদের কাগজপত্র ঠিক করবো। হেলেমেট নিশ্চিত করবো।’

সাদ্দাম বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি, দেশের সব পরিবহনে শিক্ষার্থীদের হাফ পাশ নিশ্চিত করতে হবে।’

সাদ্দাম হোসেন শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন। এরপর ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রব্বানীও আসেন শাহবাগে। তিনিও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা যাবার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়ে বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করে।