সাইন্সল্যাবে অবরোধের চেষ্টা, শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ






সাইন্সল্যাব ফুট ওভারব্রিজ (ছবি সংগৃহীত)নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রাজধানীর সাইন্সল্যাব এলাকা অবরোধের চেষ্টা চালান শিক্ষার্থীরা। তবে পুলিশি বাধায় তারা সড়ক অবরোধ করতে পারেননি।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনের অংশ হিসেবে সকালে ৩০-৩৫ জন শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে অবরোধের চেষ্টা চালান। তবে পুলিশের বাধার মুখে তারা কোনও ধরনের অবরোধ কর্মসূচি পালন করতে পারেননি। পরে শিক্ষার্থীরা সরে গিয়ে সড়কের এক পাশে অবস্থান নেন।

এদিকে আন্দোলনে থাকার কথা থাকলেও ধানমন্ডি ২৭ এবং কলাবাগান এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকাল থেকে সড়কে দেখা যায়নি। আর সড়কে শিক্ষার্থীদের কোনও অবস্থান না থাকায় এ এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডিএমপির ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লাহিল কাফি বলেন, ‘সাইন্সল্যাবে কয়েকজন শিক্ষার্থী রাস্তা অবরোধের চেষ্টা করেছিল। তাদের রাস্তার পাশে সরিয়ে দেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের সড়ক অবরোধ না থাকায় সাইন্সল্যাব এবং ধানমন্ডি এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।