মেননের গাড়িতে বাসের ধাক্কা

রাশেদ খান মেনন (ফাইল ছবি)

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দিয়েছে বলাকা পরিবহনের একটি বাস। শুক্রবার (২২ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ বক্সের পাশে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি তল্লাশি করে কোনও কাগজপত্র না পাওয়ায় চালক ও তার সহযোগীকে থানায় দিয়েছে ট্রাফিক পুলিশ। 

রাশেদ খান মেনন নিজে এই ঘটনা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি বাস আমার গাড়িকে ধাক্কা দিয়েছে। এজন্য আমি থানায় সাধারণ ডায়েরি করছি।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পরে পুলিশ যখন ওই বাস চালককে আটক করে, তখন তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও ফিটনেস সার্টিফিকেট কিছুই ছিল না।’

এ ব্যাপারে বনানী ধানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, এই ঘটনায় অভিযুক্ত বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৯৬৮৪) জব্দসহ চালক আমানুল্লাহ (৩৮) ও তার সহযোগী দুলাল মিয়া (৫০)-কে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাশেদ খান মেননের গাড়ি চালক সুজন মিয়া বনানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই ঘটনার প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আশরাফউল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, সকাল সোয়া ৭টার দিকে বিমানবন্দরে যাচ্ছিলেন সাবেক মন্ত্রী মেনন। এসময় মহাখালী ক্রসিং পার হওয়ার পর একটি বলাকা বাস তার গাড়িতে ধাক্কা দেয়। এরপর তার বডিগার্ড নেমে ওই বাসটিকে আটক করে। পরে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির কাগজপত্র তল্লাশি করে। তবে কোনও কাগজপত্র না পেয়ে বাসের চালক ও তার সহযোগীকে আটকের পর বনানী থানায় সোপর্দ করা হয়েছে।