শাহরিয়ার কবিরের অবস্থার উন্নতি হয়েছে

শাহরিয়ার কবির, ফাইল ছবিবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে  চিকিৎসাধীন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের অবস্থার উন্নতি হয়েছে। ফলে শনিবার (২৩ মার্চ) তার যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল তা করতে হয়নি।

শনিবার বিএসএমএমইউ’র হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বাংলা ট্রিবিউনকে একথা বলেন।

তিনি বলেন, ‘তার যে অপারেশন (পাইলস) হওয়ার কথা ছিল সেটি আর করা লাগছে না। উনি এখন বেটার ফিল করছেন। আমরাই তার এই সমস্যা ভালো করে দিতে পারবো তাই অপারেশনটা আর লাগবে না। তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। তাকে আমরা ২/৩ দিনের মধ্যে ছেড়ে দিতে পারবো।’

শুক্রবার (১৫ মার্চ) শাহরিয়ার কবির হাসপাতালে ভর্তি হন। তিনি কিডনি, কোলন ও হার্টের নানা জটিলতায় ভুগছেন।