শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে এরশাদের শোক

এইচ এম এরশাদ (ফাইল ছবি)

নন্দিত সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার (২৪ মার্চ) রাতে এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এরশাদ।

শোকবার্তায় এরশাদ আরও বলেন, বরেণ্য কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে বাংলা গানের অপূরণীয় ক্ষতি হলো। যে ক্ষতি সহসাই পূরণ হওয়ার নয়। দেশের গান হৃদয়স্পর্শী করে তুলতে শাহনাজ রহমতুল্লাহ যে কৃতিত্ব দেখিয়েছেন তা একজন শিল্পীর জন্য অত্যন্ত গৌরবের।

আধুনিক ও শুদ্ধ সংগীত সাধনায় শাহনাজ রহমতউল্লাহ আদর্শ হয়ে থাকবেন বলে উল্লেখ করে এরশাদ বলেন, শাহনাজ রহমতউল্লাহ দীর্ঘ শতাব্দী বেঁচে থাকবেন তাঁর অনন্য কীর্তির মাঝে।

শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এবং মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।