স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিপিএমসির প্রতিনিধি দলের মতবিনিময়

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিপিএমসির প্রতিনিধি দলের মতবিনিময়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসি) নব-নির্বাচিত প্রতিনিধি দল। বেসরকারি মেডিক্যাল কলেজের সমস্যা ও সমাধান নিয়ে রবিবার (২৪ মার্চ)  এই মতবিনিময় সভা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ ও পরিচালক প্রফেসর ডা. কে এম আহসান হাবিব।

বিপিএমসির নেতারা বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন এবং বিশেষ করে বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গুণগত চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে কোনও ধরনের আপস করা হবে না বলে জানান।

এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া, স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোকে শক্তিশালীকরণ, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও গুণগত পরিবর্তনে সরকারের পক্ষ থেকে সবাইকে একসঙ্গে নিয়ে জনসাধারণের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেবেন বলেও জানান।

বিপিএমসির সভাপতি এম এ মুবিন খানের নেতৃত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. মো. এনামুর রহমান, ডা. মো. মোয়াজ্জেম হোসেন, ডা. মো. মোস্তাফিজুর রহমান, অর্থ-সম্পাদক ইকরাম হোসেন বিজু, প্রীতি চক্রবর্তী, নাজমুল আহসান সরকার, উলফাৎ জাহান মুন ও নীলু আহসান উপস্থিত ছিলেন।