মুক্তিযুদ্ধ নিয়ে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগ নেই: ন্যাপ মহাসচিব

01স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিষয়ে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া। সোমবার (২৫ মার্চ) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ‘ভয়াল ২৫ মার্চ কালো দিবস ও গণহত্যা দিবস’ উপলক্ষে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ন্যাপ মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামকে দলীয়ভাবে নিয়ে কৃতিত্ব নেওয়ার কিছু নেই। সামগ্রিকভাবে যাতে দিনটি পালন করা যায়, সেজন্য জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন।’
২৫ মার্চ নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনী বর্বর হত্যকাণ্ড চালিয়েছিল উল্লেখ করে মোস্তফা বলেন, ‘এ রকম গণহত্যা আর একটিও নেই। এই হত্যকাণ্ডের ঘটনা ভাষায় প্রকাশ করা যাবে না।’
ন্যাপের মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আমাদের জাতির গৌরবের অধ্যায়। জাতির এই গৌরবকে দলীয়করণ বা বিতর্ক সৃষ্টির সুযোগ নেই।’
তিনি বলেন, ‘যতদিন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে ততদিন গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানানো হবে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নির্মাণে জাতীয় ঐকমত্য খুবই জরুরি। এই গৌরবময় সংগ্রামে যার যতটুকু অবদান তাকে তার স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সবকিছু কুক্ষিগত করার চেষ্টা জাতির জন্য কল্যাণকর নয়।’
ন্যাপ ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবীর সভাপতিত্বে আলোচনায় আরও উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, লেবার পার্টি মহাসচিব আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ জনতা ফ্রন্ট সভাপতি মো. আবু আহাদ আল মামুন , ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নজরুল ইসলামসহ অনেকে।